রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ মার্চ ২০২৫ ১৯ : ৪৬Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আজ বিশ্ব জল দিবস। সারা পৃথিবীতে জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসঙ্ঘ এই দিনটি প্রতিবছর উদযাপন করে। ১৯৯৩ সালে জাতিসঙ্ঘ সাধারণ সভায় ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসঙ্ঘের তরফে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তারপর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
জাতিসঙ্ঘের সদস্য দেশগুলি এই দিনটিকে নিজ নিজ রাষ্ট্রসীমার মধ্যে জাতিসঙ্ঘের জলসম্পদ সংক্রান্ত সুপারিশ ও উন্নয়ন প্রস্তাবগুলির প্রতি মনোনিবেশের দিন হিসেবে উৎসর্গ করেন। প্রতি বছর বিশ্ব জল দিবস উপলক্ষে জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার যে কোনও একটি বিশেষ কর্মসূচি পালন করে। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতিসঙ্ঘ-জল বিশ্ব জল দিবসের থিম, বার্তা ও প্রধান সংস্থা নির্বাচনের দায়িত্বে রয়েছে। জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও পরিশুদ্ধ জল ও জলসম্পদ রক্ষা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিন বিশেষ কর্মসূচির আয়োজন করেন। ২০০৩, ২০০৬ ও ২০০৯ সালে জাতিসঙ্ঘ বিশ্ব জল উন্নয়ন প্রতিবেদন বিশ্ব জল দিবসেই প্রকাশ করা হয়েছে। বিশ্ব জল দিবসে বার্তা এটাই, জল নষ্ট করবেন না।
আর এই বিশ্ব জল দিবসের দিনে হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভা এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই পুরসভায় আজ থেকে প্রায় একশো বছর আগে এই শহরের এক স্মরণীয় বিশেষ ব্যক্তি রাজা জ্যোৎ কুমার মুখোপাধ্যায় অনুভব করেছিলেন, আগামীদিনে এই শহরে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রয়োজয়ীনতা খুব। তিনি সেই প্ল্যান্ট ব্রিটিশদের সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে ছোটো আকারে তৈরি করেন। আজ রাজা জ্যোৎ কুমার মুখোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হয়েছে।
রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় বাংলার সর্ববৃহৎ জলপ্রকল্প যা কেএমডি-এর তত্ত্বাবধানে সমাপ্ত হয়েছে এই পুরসভা অঞ্চলের মধ্যেই। ইতিমধ্যেই এই পুরসভা ১৯ টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা জল সরবরাহের ব্যবস্থা করেছে প্রতি ঘরে ঘরে। যা বাংলার আর কোনও পুরসভায় করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। আর তাই এই বিশ্ব জল দিবস উপলক্ষে জল সংরক্ষণ এবং সুচারুভাবে জল ব্যবহার করার আবেদন নিয়েই রাস্তায় নামল হুগলির উত্তরপাড়া পুরসভা।
পদযাত্রা, নাচ, গান আর বক্তৃতার মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হল। পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, 'এই দিনটি আজ সারা বিশ্বেই জল দিবস হিসেবে পালন করা হচ্ছে। আর আমরাও এই শহরে ২৪ ঘণ্টা জল সরবরাহ করে সেই পানীয় জলের ব্যবহারের গুরুত্ব বোঝাতে ও জল অপচয় না করার আবেদন জানাচ্ছি শহরের নাগরিকদের কাছে। আমরা গর্বিত এইদিনটি পালন করতে পারে। আজ একশো বছর। আগে যে স্বপ্ন দেখেছিলেন রাজা জ্যোৎ কুমার। সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে।'
অন্যদিকে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব জল দিবস প্রতিপালিত হল। প্রতি বছর ২২ মার্চ বিশ্বব্যাপী বিশ্ব জল দিবস পালিত হয়। এর মূল উদ্দেশ্য হল, জলসম্পদের গুরুত্ব বোঝানো এবং জল সঙ্কট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
এদিন হুগলি উইমেন্স কলেজের এনএসএস শাখা এবং ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সকালে কলেজের সামনে সাধারণ মানুষের কাছে জল সংরক্ষণের তাৎপর্য তুলে ধরতে সচেতনতামূলক কর্মসূচি পালন করে। স্থানীয় বঙ্গবালিকা বিদ্যালয়ে মডেলের মধ্যে দিয়ে জল সংরক্ষণের বিষয়টি তুলে ধরেন কলেজের-ছাত্রী এবং অধ্যাপিকা। স্থানীয় এলাকার প্রায় পাঁচটি স্কুলে আজ এই জল দিবস পালিত হয়েছে। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
নানান খবর
নানান খবর

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা